ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ( নাম,পদবী,মোবাইল ও ইমেইল ) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
গবাদি পশুর চিকিৎসা প্রদান |
ক)কৃষক/খামারী/গবাদিপশুর মালিকগণ অসুস্থ গবাদিপশুকে প্রাণিসম্পদ দপ্তরে নিয়োসে এবং রেজিস্ট্রেশন করেন ও চিকিৎসার জন্য আবেদন করেন। খ) অতঃপর প্রাণিসম্পদ দপ্তরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্নয় করার পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সহ ঔষধ প্রদান করা হয়ে থাকে। |
মৌখিক আবেদন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর |
ফ্রি/সরকার নির্ধারিত মূল্যে ( অফিস সময়ের পর ) |
১ ঘন্টা ৩৫ মিনিট |
ভেটেরিনারি সার্জন |
২ |
গবাদি পশুর কৃত্রিম প্রজনন |
গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসবেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানাবেন। |
ঐ |
প্রথম প্রজনন তরল ১৫/- হিমায়িত ৩০/- |
গাভী গরম হওয়ার পর ১০ থেকে ২০ ঘন্টার মধ্যে |
মাঠ সহকারী কৃত্রিম প্রজনন |
৩ |
গবাদি পশুর টিকাদান |
গবাদি পশুর মালিকগণ গবাদিপশুকে টিকা দেওয়ার জন্য প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসবেন। |
ঐ |
ফি আদায় স্বাপেক্ষে গবাদি পশুর টিকা প্রদান করা হয় তড়কা ০.৫০ টাকা(প্রতি মাত্রা) এফ,এম,ডি ১০.০০ টাকা অন্যান্য টিকা তালিকা মোতাবেক। বাচ্চা রাণীক্ষেত ০.১৫ টাকা |
২-৭ দিন |
ইউ,এল,এ/ ভি,এফ,এ |
৪ |
কৃষক/খামারী প্রশিক্ষণ |
প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর প্রশিক্ষণ দিন, তারিখ ও সময় নির্ধারণ করে প্রশিক্ষণ দেওয়া হয়। |
লিখিত আবেদন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর |
বিনামূল্যে |
১-৩ দিন |
মোঃ জাহিদুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ০১৯১৩৮১৩৬৫৬ zahidur rahman 8/@ yahoo.com |
৫ |
উন্নত জাতের ঘাসের চারা/বীজ বিতরণ |
নির্দিস্ট এলাকায় ঘাস চাষের জন্য কৃষক নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করার পর বীজ বা চারা বিতরণ করা হয় । |
লিখিত বা মৌখিক আবেদন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর |
বিনা মূল্যে |
০১ দিন |
ঐ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস