Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্রঃনং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয কাগজপত্র  এবং প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা

( নাম,পদবী,মোবাইল ও ইমেইল )

গবাদি পশুর চিকিৎসা প্রদান

ক)কৃষক/খামারী/গবাদিপশুর মালিকগণ অসুস্থ গবাদিপশুকে প্রাণিসম্পদ দপ্তরে নিয়োসে এবং রেজিস্ট্রেশন করেন ও চিকিৎসার জন্য আবেদন করেন।

খ) অতঃপর প্রাণিসম্পদ দপ্তরে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্নয় করার পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সহ ঔষধ প্রদান করা হয়ে থাকে।

 মৌখিক আবেদন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

ফ্রি/সরকার নির্ধারিত মূল্যে

( অফিস সময়ের পর )

১ ঘন্টা ৩৫ মিনিট

ভেটেরিনারি সার্জন

গবাদি পশুর কৃত্রিম প্রজনন

গাভীর মালিক গাভী গরম হওয়ার পর গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসবেন এবং কৃত্রিম প্রজননের জন্য আবেদন জানাবেন।

প্রথম প্রজনন তরল ১৫/-

হিমায়িত ৩০/-

গাভী গরম হওয়ার পর ১০ থেকে ২০ ঘন্টার মধ্যে

মাঠ সহকারী

কৃত্রিম প্রজনন

গবাদি পশুর টিকাদান

গবাদি পশুর মালিকগণ গবাদিপশুকে টিকা দেওয়ার জন্য প্রাণিসম্পদ দপ্তরে নিয়ে আসবেন।

ফি আদায় স্বাপেক্ষে গবাদি পশুর টিকা প্রদান করা হয়

তড়কা ০.৫০ টাকা(প্রতি মাত্রা)

এফ,এম,ডি ১০.০০ টাকা

অন্যান্য টিকা তালিকা মোতাবেক।

বাচ্চা রাণীক্ষেত ০.১৫ টাকা

 

 

 

 

 

 

 

 

 

 

 

২-৭ দিন

ইউ,এল,এ/

ভি,এফ,এ

কৃষক/খামারী প্রশিক্ষণ

প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর প্রশিক্ষণ দিন, তারিখ ও সময় নির্ধারণ করে প্রশিক্ষণ দেওয়া হয়।

লিখিত আবেদন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

বিনামূল্যে

১-৩ দিন

মোঃ জাহিদুর রহমান

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

০১৯১৩৮১৩৬৫৬

zahidur rahman 8/@ yahoo.com

উন্নত জাতের ঘাসের চারা/বীজ বিতরণ

নির্দিস্ট এলাকায় ঘাস চাষের জন্য কৃষক নির্বাচন করে প্রশিক্ষণ প্রদান করার পর বীজ বা চারা বিতরণ করা হয় ।

লিখিত বা মৌখিক আবেদন

ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর

বিনা মূল্যে

০১ দিন