Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবা প্রাপ্তির ধাপসমূহ

অনুসন্ধান করুন

# শিরোনাম ডাউনলোড
স্থানীয় তথা জাতীয় পর্যায়ে চাহিদা পূরণের জন্য দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধিকল্পে গাভীর কৃত্রিম প্রজননের সকল প্রকার ব্যবস্থা গ্রহণ।
গবাদিপ্রাণি ও হাঁস-মুরগীর সংক্রামোক রোগাক্রান্ত এলাকা পরিদর্শন, রোগ নির্ণয় এবং সংক্রামক রোগটি আগামী সময়ের জন্য প্রতিরোধে এলাকা চিহ্নিত করণের মাধ্যমে কার্যকরি স্থায়ী রোগ প্রতিরোধক ব্যবস্থা গ্রড়ে তোলা।
প্রাণিসম্পদ বিভাগের সকল সম্প্রসারণ কর্মীগণ উঠান বৈঠকের মাধ্যমে এলাকায় জনপ্রিয় ও পযোগী প্রাণিসম্পদ বিভাগের প্রযুক্তি সমূহ মৌখিকভাবে বোঝানোর মাধ্যমে তৃণমূল পর্যায়ে পৌছে দেওয়া।
গবাদি প্রাণি হাঁস-মুরগীর সংক্রামক রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কল্পে সরবরাহ ও চাহিদা মোতাবেক টিকা প্রদান করা।
খামারিদের চাহিদা এবং চাষের উপযোগীতা মোতাবেক উন্নত জাতের সকল প্রকার ঘাষের বীজ ও কাটিং সরবরাহ ও বিতরণকরা। সরবরাহ ও বিতরণ সম্ভব না হলে প্রাপ্তি স্থানে যোগাযোগের মাধ্যমে বীজ ও কাটিং সরবরাহের ব্যবস্থা গ্রহণ।
উন্নতজাতের ঘাষ চাষে জনপ্রিয়তা সৃষ্টির উদ্দেশ্যে অফিস ক্যাম্পাসসহ ব্যক্তিপর্যায়ে প্রদর্শনী ঘাস চাষের প্লট স্থাপন।
হাঁস ও মুরগীর টিকাবীজ গ্রামিণ পারিবারিক পর্যায়ে সর্বোচ্চ মাত্রায ব্যবহারের জন্য প্রশিক্ষিত টিকাপ্রদানকারীদের নিকট হাঁস-মুরগীর টিকা বীজ বিক্রয় ও টিকা প্রদানের তদারকি।
রোগ নিরাময়ে এবং উহা নিয়ন্ত্রণের জন্য গবাদি প্রাণি ও হাঁস-মুরগির নমুনা সংগ্রহ, পর্যবেক্ষণ, প্রাথমিক পরীক্ষা এবং চূড়ান্ত রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগারে প্রেরণ।
গৃহপালিত ছাড়াও মুক্ত বা বন্য প্রাণি বা পাখির চিকিৎসা সেবা প্রদান।
১০ গবাদি প্রাণি ও হাঁস মুরগিসহ সকল প্রকার গৃহপালিত প্রাণির চিকিৎসা সেবা প্রদান